লায়ন নাসির উদ্দিন চৌধুরী পুনরায় সিএলএফের চেয়ারম্যান নির্বাচিত

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সংবিধান অনুযায়ী ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির সভা গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিগত দুই মেয়াদের কার্যক্রম, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও চট্টগ্রাম লায়ন্স আই ইন্সস্টিটিউট প্রতিষ্ঠায় দক্ষ নেতৃত্বের কথা বিবেচনা করে এবং চিকিৎসা সেবায় আরো গুণগত মানোন্নয়নে নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুধাবন করে সভায় আগামী দুই বছরের জন্য লায়ন নাসির উদ্দিন চৌধুরীকে পুনরায় চেয়ারম্যান হিসেবে মনোনীত করার জন্য লায়ন রফিক আহমেদ প্রস্তাব উত্থাপন করলে লায়ন কবীর উদ্দিন ভূঁইয়া উপস্থিত সকলের পক্ষে উক্ত প্রস্তাব সমর্থন করেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে লায়ন নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৩য় বারের ন্যায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হন।

সভায় প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের মধ্যে প্রাক্তন চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, প্রাক্তন ভাইসচেয়ারম্যান লায়ন রফিক আহমেদ, লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোস্তাক হোসাইন, পিডিজি লায়ন শাহ্‌ আলম বাবুল, লায়ন আলসাদাৎ দোভাষ, লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী এবং ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে চেয়ারমান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলমসহ ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকলে লায়ন নাসির উদ্দিন চৌধুরীরর গতিশীল নেতৃত্বে বিগত ২০২১ ও ২০২২ এবং ২০২৩ ও ২০২৪ মেয়াদের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সকল সদস্যবৃন্দের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং লায়ন নাসির উদ্দিন চৌধুরীরর গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স আই ইন্সস্টিটিউট এন্ড হসপিটালকে এতদঞ্চলের অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন।

পরিশেষে, পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী ৩য় বারের মতো তাঁকে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিগত দিনগুলোর ন্যায় আগামীতেও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচবির মূল ফটকে চার ঘণ্টা তালা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা