লায়ন জেলা সেবা মাসের সমাপনী অনুষ্ঠান

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

লায়ন জেলার অক্টোবর সেবামাস সমাপনী অনুষ্ঠান ও ২য় কেবিনেট মিটিং গত ৩১ অক্টোবর চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সার্ভিস সাব কমিটির চেয়ারম্যান ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লায়ন লুভনা হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাল্টিপল চেয়ারপার্সন লায়ন ফারহানা বখশ। বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল , সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দীন চৌধুরী , প্রাক্তন মাল্টিপল চেয়ারপার্সন লায়ন এসকে কামরুল ইসলাম, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। অতিথি ছিলেন লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দীকি, লায়ন আল সাদাত দোভাষ, সিএলএফ চেয়ারম্যান লায়ন মো. নাসির উদ্দীন, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন এসএম শামসুদ্দীন, লায়ন রফিক আহমেদ, লায়ন নাজমুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, লায়ন মো. ইমতিয়াছ ইসলাম, লায়ন জাহানারা বেগম, ]লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন ড. এসএম আবু জাকের,লায়ন হুমায়ুন কবির, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন হাকিম আলী, লায়ন মো. কামরুজ্জামান। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামালের সেবাবর্ষের ডাক ‘যত্নের ছায়া ছড়ায় মায়া’ হেয়ার এন্ড কেয়ারকে প্রতিপাদ্য করে মাসব্যাপী অসংখ্য ক্লাবের উদ্যোগে সমাজের বিভিন্ন পরিসরে প্রায় তিন শতাধিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান লায়ন হানিফা নাজিব হেনা। বক্তারা বলেন, বিশ্বের ইতিহাসে এ অক্টোবর মাসেই লায়নিজমের গোড়াপত্তন হয়। তাই সারা বিশ্বে অক্টোবর মাসকে বিশেষ সেবামাস হিসেবে পালিত হয়। তারই ধারাবাহিকতায় বহুমুখী সেবা কার্যক্রমের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এ বছরও এ জেলা বাংলাদেশ’র অন্যান্য জেলা থেকে অনন্য উচ্চতায় স্থান করে নেয়। ২য় পর্বে দ্বিতীয় কেবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। লায়ন বেলাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আনুগত্যের শপথ পাঠ করান লায়ন আবু নাসের রনি। সভায় লায়ন বেলাল উদ্দীন চৌধুরী সেক্রেটারীয়েট রিপোর্ট উপস্থাপন করেন। লায়ন মো. ইমতিয়াজ ইসলাম আর্থিক রিপোর্ট উপস্থাপন করলে তা লায়ন নেতৃবৃন্দের সমর্থনে অনুমোদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের নির্বাচন পিছিয়ে আগামী ১১ জানুয়ারি