লায়ন আশরাফ আলী আশুর স্মরণসভা

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫বি, বাংলাদেশের রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার (এডমিন) ও লিও জেলা ৩১৫বি২ এর প্রাক্তন সহ সভাপতি লায়ন আশরাফ আলী আশুর স্মরণে এক সভা গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমারোকেয়া হলে সম্পন্ন হয়।

যুগ্ম আহ্বায়ক লায়ন আবু মোরশেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লায়ন ডাঃ মোঃ জাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে কাজ শুরু হয়। এতে আনুগত্যের শপথ বাক্য পাঠ করান মেম্বার সেক্রেটারি লায়ন একেএম নবীউল হক সুমন। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রফিক আহমদ এমজেএফ। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন রাজীব সিনহা, লায়ন আবু বক্কর সিদ্দিকী লায়ন বদিউর রহমান, লায়ন কামরুল ইসলাম পারভেজ লিও দীপ্ত দে ও লিও সাদিক। সভায় বক্তারা মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

উল্লেখ্য লিওইজম ও লায়নইজম মিলে দীর্ঘ ৪০ বছরের অধিক সময় মানবসেবায় নিজেকে আত্মত্যাগ করেন। চট্টগ্রাম লিওইজমের প্রসারে তিনি অসামান্য অবদান রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর প্রয়াত লায়নকে শান্তির দূত হিসাবে আখ্যায়িত করেন। সভায় সর্বস্তরের লায়ন ও লিও জেলা সভাপতি লিও দীপ্তদের নেতৃত্বে বিপুল সংখ্যক লিও সদস্য অংশগ্রহণ করেন। এর পূর্বে বাদে আছর কোরানখানি ও মুরহুমের আত্মায় মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আ. লীগ নেতাকে ধরে পুলিশ দিল বিএনপি নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু