লায়ন্স জেলার রিজিওনাল ও জোনাল কনফারেন্স সম্পন্ন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫বি৪ এর ২০২৩২০২৪ সালের জেলা রিজওনাল ও জোনাল সম্মেলন গত ২৮ এপ্রিল চিটাগাং ক্লাবের ব্যাংকুয়িট হলে রিজিয়ন কনফারেন্স সভাপতি লায়ন এস.এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন লায়ন্স জেলার প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু । এছাড়া লায়ন্স জেলার প্রাক্তন গভর্নর লায়ন এম.. মালেক, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন এস.এম. শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক ও লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জিএলটি ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন এস.এম. আশরাফুল আলম (আরজু), জিএমটি ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিঞা, জিএসটি ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন গাজী মো. শহীদুল্লাহ, এলসিআইএফ ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আবু মোরশেদ, জিইটি ডিষ্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন নিশাত ইমরান, রিজিয়ন কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারী লায়ন অ্যাডভোকেট সঞ্জীবন চন্দ্র সরকার, জোন কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন অঞ্জন শেখর দাস, সিআইপি ও জোন কনফারেন্স কমিটির মেম্বার সেক্রেটারী লায়ন মোর্শেদুল হক চৌধুরীসহ রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সন ও জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন এস.এম আবু তৈয়ব।

প্রধান অতিথি বলেন, লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের মাল্টিপল জেলায় দুস্থমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এবছর লায়ন্স জেলা ৩১৫বি৪ এর লায়ন সদস্যগণ আর্তমানবতার সেবায় কাজ করে সমাজের ভূয়সী প্রশংসা অর্জন করেছেন। তিনি উপস্থিত প্রাক্তন জেলা গভর্নর ও অন্যান্য লায়ন নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান। ভবিষ্যতেও সকল লায়নদের সার্বিক সহযোগিতায় ভালোবাসা ও সেবার মাধ্যমে সমাজের দুঃখী ও অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স অর্থনীতিতে বড় অবদান রাখছে : মোতালেব
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘টিম স্মার্ট’