লায়ন্স জেলার প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা৩১৫ বি বাংলাদেশের উদ্যোগে দু’দিনব্যাপী প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প গত ২৩ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর বালকৃষ্ণ বার্লাকোটি। ক্যাম্পের উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর এন্ডোর্সি লায়ন নাজমুল হক, গেট এরিয়া লিডার সিএ৬ কে লায়ন কাজী সাইফুল ইসলাম, মাল্টিপল চেয়ারপার্সন লায়ন ফারহানা বঙ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল,লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, লায়ন গাজী মো. শহিদুল্লাহ, লায়ন জাহানারা বেগম, লায়ন ইঞ্জি. চন্দন দাশ, লায়ন হুমায়ুন কবির, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন বায়েজিদ সুমন, লায়ন পারভীন মাহমুদ, লায়ন অঞ্জন শেখর দাশ, লায়ন মো. খলিল উল্লাহ চৌধুরী সাকিব, লায়ন বদিউর রহমান, লায়ন শাহ জালাল। উপস্থিত ছিলেন লিও আকিব দিপু, লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন শাহজাদা গাজী মো. গজনবী, লায়ন এসএম কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন মো. আবুল খায়ের, লায়ন মো. ওবাইদুর রহমান, লায়ন মো. সাইফুল করিম আরিফ, লিও ইরফান মোস্তফা, লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও ইরফান উদ্দিন চৌধুরী রনি, লিও মো. সিফাতুল ইসলাম সামি, লিও সিরাজুল করিম হিরু। ক্যাম্প সেক্রেটারি লিও জাওয়াদুল করিম ও লিও জেলার জয়েন্ট সেক্রেটারি লিও পৃথা পারমিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি দীপ্ত দে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ লিও ক্লাবসমূহ পরিদর্শন করেন। ইয়ুথ ক্যাম্পে লিও জেলার আওতাধীন প্রায় ৪০টি ক্লাবের ৫০০ লিও সদস্য ও আন্তর্জাতিকভাবে নেপাল হতে ৩২৫কে, ৩২৫এল, ৩২৫আই হতে ৭ জন লিও অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান হতে লিওদের মধ্যে গান, লিও’স গট ট্যালেন্ট, কালচারাল ডেলিগেশন, প্রেসিডেন্ট স্পীচ, ড্রেস ইউথ পারপাস এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে সাথে উপস্থিত লিওদের মধ্য হতে প্রায় ২শতাধিক লিওদের নিয়ে লিডারশীপ রান অনুষ্ঠিত হয়। সমাপনী অধিবেশনে লিও জেলা সচিব লিও মো. সিফাতুল ইসলাম সামির সঞ্চালনায় বেনকুইট সেশনে মোটিভেশনাল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আএসসিইএ’র সিইও ইজাজুর রহমান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী