লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ এর চতুর্থ কেবিনেট মিটিং গত ২৪ মে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর লায়ন কোহিনুর কামালের সভাপতিত্বে ও কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রফিক আহমেদ, লায়ন মো. কবীর উদ্দিন ভূঁইয়া, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন মো. নাসির উদ্দীন, লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, লায়ন মো. জিল্লুর রহমান, লায়ন মো. নাসির উদ্দীন, লায়ন জাহানারা বেগম, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন ড. এসএম আবু জাকের, লায়ন হুমায়ূন কবীর, লায়ন আনিসুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন পিস্ পোস্টার কনটেস্ট চেয়ারপার্সন লায়ন পারভিন মাহমুদ, ইভেল্যুয়েশন কমিটির চেয়ারম্যান লায়ন এস জোহা চৌধুরী, লায়ন সোহেলা রহমান মাহমুদ, লায়ন উত্তম কুমার দাশ, লায়ন মো. শফিকুল ইসলাম, লায়ন সাব্বির আহমেদ, লায়ন এম.এইচ শাহ বেলাল। আনুগত্যের শপথ পাঠে নেতৃত্ব দেন লায়ন ফখরুল আলম। মিটিংয়ের ১ম পর্বে কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী সেক্রেটারিয়েট রিপোর্ট উপস্থাপন করেন এবং কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন। উপস্থাপিত রিপোর্টের উপর লায়নবৃন্দের বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে রিপোর্টসমূহ অনুমোদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।