লায়ন্স ক্লাব রোজ ভ্যালি ও চিটাগাং ফনিক্সের চক্ষু চিকিৎসা ক্যাম্প

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফনিক্সের যৌথ উদ্যোগে গত ২৩ নভেম্বর দুর্গম পাহাড়িদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প পিডিবি রেস্ট হাউজ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়। এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি ওষুধ ও যাদের চশমার প্রয়োজন , তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। লায়ন খাজা মাইনুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো লায়নিজমের মূল মন্ত্র। আমাদের সবার উচিত কম সৌভাগ্যবান মানুষগুলোর উন্নয়নের জন্য লায়ন্সদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া এবং সকল লায়ন্স সদস্যদের ক্লাব কার্যক্রমের মাধ্যমে সহায়তার প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন লায়ন এম. শওকতুল ইসলাম,লায়ন জাহাঙ্গীর মিয়া,লায়ন মো. শহীদ সরোয়ার মেক্সিম,লায়ন উত্তম কুমার দাস,লায়ন আব্দুল কাদের,লায়ন মাহবুবুল ইসলাম,লায়ন কামাল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন লায়ন মনজুরুল কাদের,লায়ন ফজলুর রহমান অপু,লায়ন আব্দুল মতিন,লায়ন সাইফুর ইসলাম,লায়ন তারেক মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চর পাড়া দারুল কোরআন একাডেমীতে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভা