লায়ন্স ক্লাব বেঙ্গল সিটির ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

হাজী চাঁন্দমিয়া সওঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসুদ স্মৃতি সংসদের ৩০ বছর পদার্পণ উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি ও মাসুদ স্মতি সংসদের আয়োজনে ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুঃস্থ, অসহায় ও গরিব রোগিদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ, স্বাস্থ্য সেবা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

এতে ২৬৬ জন চক্ষু রোগিকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়,৫০ জন রোগীকে ্র চশমা বিতরণ এবং ৬৬ জন রোগীর ছানি অপারেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারী লায়ন মো. বেলাল উদ্দীন,রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম,রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন এস.এম.কামাল পাশা, রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন পারভীন মাহমুদ, ক্লাবস্‌ চেয়ারপার্সন লায়ন বদিউর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন লিও আরাফাতুল হাসান, লিও সামান্তা, লিও আ.আল মামুন, লিও মেহেরাজ আলী,লিও রিজবী,লিও আসিফ, লিও শাকিল, লিও মেহেদী মাহী,লিও মোছতারী, লিও তানভীর, লিও আকিব, লিও যুবরাজ,লিও মাসফি,লিও নিবিড় , লিও বিশাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৭তম সভা