লায়ন্স ক্লাব চিটাগাং সেন্ট্রালের ৩৬তম চার্টার অ্যানিভারসারি

| বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৬তম চার্টার অ্যানিভারসারিসহ জেলার প্রাক্তন জেলা গভর্নরবৃন্দের সম্মাননা, ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দের সম্মাননা, ক্লাবের নতুন সদস্যদের শপথবাক্য পাঠের একগুচ্ছ অনুষ্ঠান নগরীর চট্টগ্রাম ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি লায়ন সরদার মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩১৫ বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন এম ডিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এ কাইয়ুম চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন এডভোকেট নুরুল ইসলাম ও লায়ন অঞ্জনা রায় চৌধুরী। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও ক্লাব এবং জেলার প্রয়াত সকল লায়নবৃন্দের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন লায়ন হাসান মাহমুদ চৌধুরী। আনুগত্যের শপথবাক্য পাঠে নেতৃত্ব দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন হানিফা নাজিব হেনা। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন। ক্লাব ও জেলার লায়নবৃন্দের উপস্থিতিতে জেলা গভর্নর তার বক্তব্যে সেবার জগতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল অনন্য এক নাম উল্লেখ করে, তার ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ ডাককে সফল করতে সেন্ট্রাল ক্লাবের সেবা কর্মের ভুয়সী প্রশংসা করেন। আগত জেলার সকল লায়নবৃন্দদের ধন্যবাদ জানিয়ে কেক কেটে চার্টার অ্যানিভারসারি উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাইডার বিজ্ঞান ও আইটি উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধক্লাব অব কলেজিয়েটস ’৮৬ এর সভা