লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে এবং ঘাসফুলের সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। মেখল, গুমানমর্দ্দন, ফরহাদাবাদ ইউনিয়নের ১৩টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০০ ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়, কোরানীয়া প্রাথমিক বিদ্যালয়, মনীষা ক্লাব, উদয়ন ক্লাব, আলহাসনাইন স্মৃতি সংসদ, উদালিয়া প্রাথমিক বিদ্যালয়, মন্দাকিনি প্রাথমিক বিদ্যালয়, মুন্সী বাড়ী প্রাথমিক বিদ্যালয়, ছোট কাঞ্চনপুর ফোরকানীয়া মাদ্রাসা, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনে দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এ কার্যক্রমে অংশগ্রহণ করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ট্রেজারার লায়ন সিজারুল ইসলাম, লিও ইফতিয়াজ উদ্দীন ইফতি, লিও দেলোয়ার হোসেন সিয়াম, লিও সাজিদ ইমতিয়াজ। ঘাসফুল কর্মকর্তাদের মধ্যে ছিলেন সহকারী পরিচালক শামসুল হক, প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রিদোয়ান, মো. আবদুর রহমান, এসএস রাজীব দে প্রমুখ। বক্তারা বলেন, বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপক হারে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।