লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক চক্ষু শিবির এবং খাদ্য বিতরণ অনুষ্ঠান আনোয়ারা দত্তের হাট পাঠানীকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও আল্লামা রমিজ আহমদ রহঃ একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নর এ্যাডভাইজার লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিল, ক্লাব প্রেসিডেন্ট লায়ন আশরাফুল আলম আশু, ক্লাব সেক্রেটারি লায়ন অহিদুল ইসলাম সিকদার, লায়ন কামরুল হুদা চৌধুরী, লায়ন শিমুল নন্দী, লায়ন নুরুল কবির বাবুল, লায়ন ইফতেখার আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












