অর্থনৈতিক মন্দা ও যুদ্ধের কারণে সারা বিশ্ব আজ অস্থির ঠিক তেমনই আমাদের দেশও বিপর্যস্ত। দু:স্থ বিপর্যস্ত, অবহেলিত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতাকে হৃদয়ে ধারণ করে মানবসেবায় নিজেকে নিবেদিত করতে হবে। প্রতিকূল পরিবেশেও আমাদের সেবা ও টেকসই উন্নয়নের লক্ষে কাজ করতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৫তম চার্টার এনিভার্সারি, নতুন সদস্যদের অভিষেক ও শপথ এবং ফ্যামেলি নাইটে বক্তারা একথা বলেন। গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া হলে ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গর্ভনর লায়ন মো. এমডি এম মহিউদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, দ্বিতীয় জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী,কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম। উপস্থিত ছিলেন আশরাফুল আলম আরজু ,পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া , লায়ন আল সাদাত দোভাষ, ক্লাব ডিরেক্টর ও কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ, জোন চেয়ারপার্সন হোমায়রা কবির চৌধুরী, লায়ন ফাতেমা ইসমত আরা চৌধুরী প্রমুখ।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর লায়ন মো. এমডি এম মহিউদ্দিন চৌধুরী।
লায়ন নাসরিন ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আনুগত্যের শপথ পাঠ করান লায়ন জেসমিন আক্তার ও লিও শপথ পাঠ করান লিও প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন সাগর। স্বাগত বক্তব্য রাখেন লায়ন জাহানার বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন আ.ন.ম. বোরহানউদ্দিন চৌধুরী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।