লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের উদ্যোগে গতকাল ৩২ বীর বিলাইছড়ি আর্মি ক্যাম্পে চক্ষু পরীক্ষা, কম্বল এবং মশারি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন ৩২ বীর সেনাবাহিনীর সদস্যরা। চক্ষু পরীক্ষাকালীন ৪০ জন রোগীর ছানি দেখা হয় এবং ১২৫টি কম্বল ও মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩১৫ বি৪ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ৩২ বীর অধিনায়ক লে. কর্নেল রিফায়েত করিম চৌধুরী, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর জাহাঙ্গীর মিয়া, রিজন চেয়াপারসন লায়ন মাহবুবুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদুল ইসলাম, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার ইমাম হোসেন, লায়ন আনিসুর রহমান, লায়ন মামুনুর রশিদ চৌধুরী, লায়ন সাকের উল্ল্যাহ ও লায়ন ইনতেসার, ৩২ উপ অধিনায়ক মেজর মো. মাজেদুর রহমান, ৩২ বীর এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মুতাসিম মুস্তাফা গালিব, ৩২ বীর আরএমও ক্যাপ্টেন মো. মুশফিকুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।