লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের চিকিৎসা ক্যাম্প

| মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ১০:১১ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিজয় হলে চট্টগ্রাম জোনের সকল বিদ্যুৎ কর্মীদের স্বাস্থ্য সেবার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্স। অনুষ্ঠানে ৬০০ বিদ্যুৎ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব চিটাগাং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন এবং লায়ন্স ক্লাব চিটাগাং প্রেসিডেন্সি। লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোর্শেদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা গর্ভনর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার রেজাউল করিম, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন মো. মাহাবুবুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের সেক্রেটারি লায়ন মাইনুদ্দিন জুয়েল, লায়ন ইঞ্জিনিয়ার অশোক কুমার চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার কাউসার মাসুম, লায়ন ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ, লায়ন ইঞ্জিনিয়ার মিশু, সাবেক চীফ ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন এবং সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে