লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে ‘অসীম শান্তি’ শিরোনামে গত ২১ অক্টোবর সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কনটেস্ট অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি লায়ন ইয়াসমিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর গভর্নর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন জিএলটি কোঅর্ডিনেটর ও ক্লাব ডিরেক্টর লায়ন জাহানারা বেগম, জিএমটি কোঅর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন কুমার দাস, রিজিওনাল চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ও পিস পোস্টার কনটেস্টের চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ এফসিএ। চিত্রাংকন প্রতিযোগিতায় ১১–১৩ বয়সী ৫৩জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে শাররাতুল ইয়াকনিন, ২য় আনুষা মজুমদার, ৩য় শ্রেয়াশিনী দাস। অনুষ্ঠানে বিজয়ীসহ সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন সোহেলা রহমান, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠি এবং প্রিন্সিপাল নীতি ত্রিপাঠি, আইপিপি লায়ন আবেদা বেগম, ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আ ন ম বোরহানউদ্দিন চৌধুরী, কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাকিয়া সুলতানা, ২য় জয়েন্ট ট্রেজারার লায়ন জানে আলম টিটু, টেমার লায়ন শারমিনা নাজনীন ডালিয়া, জেলা লিও প্রেসিডেন্ট লিও দীপ্ত দে, ক্লাব লিও প্রেসিডেন্ট লিও ইফতিয়াজ উদ্দিন ইফতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।