লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী অক্টোবর সেবা মাস উপলক্ষে আরেফিন নগর বায়েজিদ লিংক রোডে আল–হেরা হেফজখানা ও এতিম খানায় খাবার বিতরণ করেছে।
এতে বর্তমান জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ক্লাব প্রেসিডেন্ট মিরাজুর রহমান তুহিন, সেক্রেটারি লায়ন মোঃ ইকবাল হোসেন সুমন, রিজিওন চেয়ারপারসন লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন মোঃ হেলাল উদ্দিন, লায়ন আশরাফুল ইয়াসিন, লিও প্রেসিডেন্ট জাহেদ হোসাইন তাজেক, লিও সেক্রেটারি দীপ্ত দে, লিও মুরাদ, লিও মোজাম্মেল, লিও শওকত, লিও সৌরভ, লিও ইমরান এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দিপ্তী দে, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন বদিউর রহমান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












