লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে সমপ্রতি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাবের সভাপতি লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর চন্দর দাশ। ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লায়ন ডা. নওশাদ আহমেদ, লায়ন গোপালকৃষ্ণ লালা, লায়ন তপন কান্তি, লায়ন সাধন ধর, লায়ন বাবুল কান্তি লালা, লায়ন আব্দুর রব শাহিন, লায়ন মহাদেব ঘোষ, লায়ন রাজীব সিনহা, লায়ন আবু নাছের রনি, লায়ন কিশোয়ার জাহান, লায়ন কস্তুরি সিনহা, লায়ন দিপ্তী লালা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।