লায়ন্স ও রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি ও রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ খুলশী জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়। এতে লায়ন শাহ আলম বাবুল বলেন, অক্সিজেনের প্রধান উপাদান বৃক্ষ তাই প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। লায়ন খাজা মাইনুদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ, লায়ন মো. ওসমান গনি, লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন সৈয়দ মো. আইয়ুব, লায়ন গাফফার চৌধুরী, লায়ন মো. শহীদ সরোয়ার মেক্সিম, লায়ন মো. রকিবুদ্দিন বাহার চৌধুরী, লায়ন হাসান মুরাদ চৌধুরী, লায়ন মির্জা মো. মনসুরুল হক, লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন, লায়ন মো. জোবায়ের, লায়ন অনিমেষ রায় চৌধুরী, লায়ন মো. আরফান আলী, লায়ন ফারাহ বেনাজীর আলম, লায়ন গোলাম কিবরিয়া, লায়ন তৌফিক ফরহাদ নুর, রোটারিয়ান এসএম জমিরুদ্দিন, রোটারিয়ান শাহজাহান, রোটারিয়ান আজিজ, লায়ন গোলাম কিবরিয়া প্রমুখ। কর্মসূচিতে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে ১০০ ফলদ ও ১০০ বনজ চারা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে (দ.) স্বাগত জানিয়ে জশনে জুলুস সমাবেশ
পরবর্তী নিবন্ধরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চন্দ্রঘোনা গাউসিয়া কমিটির র‌্যালি