উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হলো প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্পের ‘প্রি–ক্যাম্প’ পর্ব। নগরীর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে গত ৩ জানুয়ারি সারাদিনব্যাপি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স জেলা জেলা গভর্নর কোহিনুর কামাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, লিওরা আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। তাদের সৃজনশীলতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ ও জাতি অগ্রসর হবে। অনুষ্ঠানের উদ্বোধনী অংশে আরও বক্তব্য রাখেন, প্রাণন লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্পের এডভাইজরি কমিটির চেয়ারম্যান লায়ন পারভিন মাহমুদ ও লিও জেলা সহ সভাপতি ক্যাম্প চেয়ারম্যান ইরফান উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ‘দা ভয়েস অফ লিও’, ‘প্রেসিডেন্টস স্পিচ’ এবং ‘লিওস গট ট্যালেন্ট’ এই তিনটি ইভেন্টে অংশগ্রহণকারী লিওরা তাদের প্রতিভা ও দক্ষতার চমৎকার প্রদর্শনী করেন এবং বিচারকদের রায় অনুযায়ী প্রতি ইভেন্ট হতে সেরা ৭ জন প্রতিযোগীকে মূল ক্যাম্পে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, গ্লোবাল একশান টিমের সদস্য লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাস, লায়ন ডক্টর এস এম আবু জাকের, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মুহাম্মদ হুমায়ুন কবির, লিও জেলার সাবেক সভাপতি ও জিইটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, লিও লায়ন লেয়াজো লায়ন বায়েজিদ সুমন।
লিওদের উৎসাহ প্রদানে লিও জেলার প্রাক্তন সভাপতিদের পক্ষ হতে উপস্থিত ছিলেন লায়ন ডক্টর মেজবাহ উদ্দিন তুহিন, শাহজাদা গাজী মোহাম্মদ গাজনবী, মোহাম্মদ হেলাল উদ্দিন, আবু নাসের রনি, মোহাম্মদ ওবায়দুর রহমান, খলিলুল্লাহ চৌধুরী সাকিব, মোঃ সাইফুল করিম আরিফ, মোঃ শাহরিয়ার ইকবাল ও লিও ইরফান মোস্তফা প্রমুখ।
সারাদিনব্যাপী এই আয়োজনের পরিচালনায় লিও ক্লাব চেয়ারম্যান ও সাবেক লিও জেলা সভাপতি লায়ন এম বদিউর রহমান, লিও জেলা সচিব লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, কোষাধ্যক্ষ লিও সিরাজুল করিম হিরু, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লিও রাফিদ মোহাম্মদ আহনাফ, জিএসটি ডিসট্রিক কোঅর্ডিনেটর লিও মিজানুর রহমান মামুন, রিজিয়ন ডিরেক্টর হেড কোয়ার্টার (রিপোর্টিং) লিও জায়েদ হোসেন, সহ–সচিব প্রিথা পারমিথা, সহ–কোষাধ্যক্ষ লিও এড. জয়নুল আবেদিন, সিস্টার কো–অর্ডিনেটর লিও হিরো জান্নাত সাথী, ইয়ুথ ক্যাম্প কমিটির অ্যাডভাইজার লিও আমিনুল ইসলাম, ক্যাম্প কমিটির ট্রেজারার লিও এইচ এম ইমরান নিঙন সহ, লিও জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।