লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব ওয়াহিদুজ্জামান

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান গতকাল রোববার চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের কার্যক্রম ও রোগীদের প্রদত্ত সেবাসমূহ পরিদর্শন করেন। তিনি হাসপাতাল পরিদর্শন শেষে সকল চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দীন মেমোরিয়াল হলে এক মতবিনিময় সভায় মিলিত হন। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. ইফতেখার আহমদ, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার আলহাজ এস. জোহা চৌধুরী, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী আশরাফুল আলম আরজু, হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা প্রমুখ। সভায় হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের রিপোর্ট ও উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন। মুহাম্মদ ওয়াহিদুজ্জামান হাসপাতালের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবা, পরিবেশ ও সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধসরকারের পরিকল্পিত উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের জনগণ ভোগ করছে