লায়নিজমের জনক এম আর সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিল

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেঙের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪, বাংলাদেশ ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সরকারের প্রথম বাণিজ্যমন্ত্রী, আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত, বাংলাদেশে লায়নিজমের জনক, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম আর সিদ্দিকীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী। এতে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনূর কামাল, সদ্য প্রাক্তন লায়ন এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, ২য় ভাইসজেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন, ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম. . মালেক, প্রাক্তন ভাইসচেয়ারম্যান লায়ন রফিক আহমেদ ও ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক এবং প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন ডাঃ শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন মোস্তাক হোসাইন এবং ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির পক্ষে সেক্রেটারি লায়ন ডাঃ দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরীসহ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্যবৃন্দ, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৪, বাংলাদেশের লায়ন নেতৃবৃন্দ, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের কর্মকর্তাকর্মচারীবৃন্দ ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

লায়ন এম আর সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে লায়ন এম আর সিদ্দিকীর জীবনী এবং লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করে একটি স্বল্পদৈর্ঘ্য স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মিষ্টভাষী, সদালাপী, দূরদর্শীসম্পন্ন ক্ষণজন্মা এই মহান পুরুষের বলিষ্ট নেতৃত্ব না হলে এতদঞ্চলে সমাজ সেবামূলক অসংখ্য সংগঠন গড়ে উঠা সম্ভব হতো না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়
পরবর্তী নিবন্ধস্বাধীনভাবে কাজের সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম