পার্বত্য জেলা বান্দরবানের লামায় থানা পুলিশ মধ্যরাতে জুয়ার আসরে হানা দিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে।
৯ জনকে ৭ দিন করে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ, ১শত’ টাকা জরিমানায় ছাড় পেলেন একজন। পুলিশ সূত্র জানায়, গত শনিবার (০৩ এপ্রিল) রাতে একদল জুয়াড়ি লামা সদর ইউপিস্থ মেরাখোলা হিন্দুপাড়া মিলন পালের বসত ঘরে জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ টহল অভিযান করে রাত ৩ টায় ১০ জনকে আটক করে।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জনকে ৭ দিন করে জেল ও একজনকে ১ শত’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হল ১.আব্দুল মালেক (৪০), ২. মো.পায়েল হোসেন (২৮)৩.মো. কায়েস (২৮)৪. আব্দুল খালেক (৩০) ৫. মো. আইয়ুব (২৬) ৬. শংকর বসাক (৪২), ৭. মো. আলতাফ হোসেন (৩৮), ৮. মো. আইয়ুব আলী (২৫), ৯. মো. ওসমান (২৪) । এছাড়া ১শত’ টাকা জরিমানায় ছাড়া পায় নিলয় দে (২৮)। লামা থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত ৯ জনকে রবিবার দুপুরে বান্দরবান জেলহাজতে প্রেরণ করা হয়েছে।