লামা খালে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু, একজনের লাশ উদ্ধার

লামা প্রতিনিধি | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

লামা উপজেলায় খালে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। পরে একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। অপর শিশুর লাশ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের বৈক্ষ্যম পাড়া এলাকার লামা খালে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গতকাল বিকালে বৈক্ষ্যম পাড়ার মংক্যহ্লা মার্মার মেয়ে এক্যানু মার্মা () এবং দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে ক্য ক্য নু মার্মা () লামা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেকক্ষণ শিশু দুটি বাড়ি ফিরে না এলে আত্মীয়স্বজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে খালের পাশে তাদের কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ্যাকানু মার্মার লাশ উদ্ধার হয়। আরেক শিশুর লাশ এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, লামা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধারে চেষ্টা করছে।

রুপসী পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে স্থানীয়দের সাথে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে। দুই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাফায়েত হোসেন বলেন, আমাদের ডুবুরি টিম পানিতে নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে সড়কে উল্টে গেল বাস আহত ৩২
পরবর্তী নিবন্ধসাড়ে ২৫ টন আপেল ও ১২ টন রাসায়নিকের নিলাম কাল