পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পাহাড় ও সমতলের মানুষ সমান তালে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে। প্রধান মন্ত্রী পার্বত্য সমস্যার সমাধান করার কারণে আজ পার্বত্য অঞ্চলে রাস্তা–ঘাট, স্কুল কলেজসহ নানাবিধ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হচ্ছে। গতকাল বুধবার সকালে লামা ও আলীকদমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী একথা বলেন।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৯২ লাখ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৬ কোটি ৯৭ লাখ, সড়ক ও জনপথ বিভাগের ১০ কোটি ১৭ লাখ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৩ কোটি ২২ লাখ টাকাসহ সর্বমোট ২২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ১৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোহাম্মদ শোয়েব, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী মোসলেহ উদ্দীন চৌধুরী, প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, ফাতেমা পারুল, বাথোয়াইচিং মার্মা, প্রদীপ কান্তি দাশসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দলীয় নেতা–কর্মীরা ।
একই দিন দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী উপজেলার গজালিয়া ইউনিয়নে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে শস্য বীজ বিতরণ করেন।
 
        
