লামা উপজেলার সরই এলাকায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিঃ এবং মুরুং ও ত্রিপুরা সম্প্রদায়ের তিন পাড়ার বাসিন্দাদের সাথে ভূমি বিরোধ নিষ্পত্তিতে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২নং সাব কমিটি। গতকাল বুধবার বেলা ১১ টায় ২নং সাব কমিটির আহ্বায়ক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা সরই ইউনিয়নের রেংয়েন পাড়া, লাংকুম পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়া সরেজমিন পরিদর্শন করেন। এ সময় ৩৬ পরিবারকে ভূমি বন্দোবস্তি দেয়ার আশ্বাস দেয়া হয়।
জানা গেছে, লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর তিনটি পাড়ায় অবস্থিত প্রায় ৪০০ একর জুম ভূমিতে সৃষ্ট একটি বেসরকারি রাবার বাগান মালিকের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
চলমান বিরোধ নিষ্পত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২নং সাব কমিটির আহ্বায়ক এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপিকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গতকাল ২৬ এপ্রিল এই তদন্ত কমিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সরজমিন পরিদর্শনে যায়।
পরিদর্শক দলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি, বাসন্তী প্রভা চাকমা এমপি, রাবার বোর্ডের চেয়ারম্যান সরোয়ার জাহান, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি, জেলা পুলিশ সুপার তারেকুল ইসলাম, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস ও তিন পাড়ার কারবারীসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সরেজমিন পরিদর্শনকালে পরিদর্শন দলের সদস্যরা তিন পাড়ার কারবারী ও বাসিন্দা এবং স্থানীয় জন প্রতিনিধিদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনে আইন সংশোধন করে তিন পাড়ার ৩৬ পরিবারকে ভূমি বন্দোবস্তি দেয়ার আশ্বাস দেন।