লামায় সালিশি বৈঠকে যুবক খুন, আটক ৫

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় সালিশি বৈঠকে খুনের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (২৩)। গত সোমবার রাত আটটার দিকে আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়েছে।

তারা হলেন লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামালের তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০), মেয়ে সিনু আক্তার (৩৫) এবং কামালের স্ত্রী হালিমা বেগম (৫০)

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দুর রহমান বলেন, নিহত আব্দুর রহমানের বড়ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম জানান, পারিবারিক কলহে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি থানায় এনসিপির সংগঠক ও যুগ্ম সমন্বয়কের পাল্টাপাল্টি জিডি