লামায় রিসোর্টে আত্মগোপনে থাকা ৫ জনকে গ্রেপ্তার

কক্সবাজারে দুই যুবদল নেতাকে গুলি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন মিরজিরি মাতামুহুরী রিভার ভিউ রিসোর্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা কামরুল হাসান বাবু (২৬), ইমরান উদ্দিন খোকা প্রকাশ আরিয়ান খোকা (২৫), আব্দুল কাইয়ুম (৩৩), মো. সাকিব (২০) এবং মাসুদ হাসান বকুল (১৭)

পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে উত্তরণ আবাসিক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একাধিক মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা আকস্মিকভাবে যুবদল নেতা সাইফুল ও ফারুককে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশের একটি আভিযানিক দল ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ভোরে বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে পাঁচজনকে একত্রে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার পর থেকে তারা পর্যটক সেজে ওই রিসোর্টে আত্মগোপনে ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কঙবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) চিন্ময় বড়ুয়া জানান, আটককৃতদের মধ্যে দুইজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য তিনজনের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদিকে শেষ বিদায়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার