লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বনবিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের ২ লাখ ৭০ হাজার টাকা তুলে দেয়া হয়। এ উপলক্ষে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল ক্ষয়ক্ষতি নিরুপণ কমিটির আহ্বায়ক মো. রেজা রশীদ, রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম চৌধুরী, সরই ইউপি চেয়ারম্যান ফরিদ উল আলম, ফাঁসিয়াখালী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহিম, বন বিভাগের প্রধান সহকারী কাজী গোলাম ছারোয়ার প্রমুখ।
লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, পাহাড়ে বন্যহাতির খাদ্য সংকট, আবাসস্থল ও করিডোর নষ্ট হওয়ায় তারা লোকালয়ে নেমে পড়ছে। এসকল বন্যহাতির হামলায় মানুষের জান-মালের ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে বন্যপ্রাণী মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।