লামায় বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ২:২২ অপরাহ্ণ

বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে এক নারী রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাজেরা বেগম (৪৬)। সে রুরলোড়া পাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালায়। এসময় হাজেরা বেগম বাড়ীর পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাবার সময় বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিকের মৃত্যু হয়।

হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বন্যহাতির দল ফারুকের খামার বাড়ী ভাঙচুর এবং কৃষক আমির আলীর সৃজিত ফসল খেয়ে ক্ষতিসাধন করে।

আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বন্যহাতিগুলো এলাকায় অবস্থান করায় লোকজন আতঙ্কিত। আবারও যে কোন মুহুর্তে তাণ্ডব চালাতে পারে। এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতি দ্বারা নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।

লামা থানার ওসি মিজানুর রহমান বলেন,বন্যহাতির আক্রমণে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইসিইউতে মওদুদের অবস্থার উন্নতি
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আটক ৫