লামায় ফ্রি মেডিকেল ক্যাম্প

লামা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে চকরিয়া জিদ্দাবাজার সংলগ্ন এভারগ্রীন হাসপাতালের সহযোগিতায় ফাইতং আবদুল জলিল কোম্পানির উদ্যোগে নিজ বাড়িতে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় ৪০০থেকে ৫০০ জন সামর্থ্যহীন রোগী এর মধ্যে চক্ষু, চর্ম ও যৌন, কুষ্ঠ, গাইনি ও মেডিসন, চর্ম-এলার্জি, গাইনি ও শিশু রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আধুনিক চিকিৎসা, পুরুষ, মহিলা ও শিশুদের বিশেষ সেবায়, অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে প্রেসক্রিপশনে দিয়ে রোগীদের মাঝে ফ্রী সেবা দেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজনতার চেয়ারম্যান আবদুল জলিল কোম্পানি, চকরিয়া জিদ্দাবাজার সংলগ্ন এভারগ্রীন হাসপাতালের এম ডি,সাইদুল হক চৌধুরী, ডি এম ডি নজরুল ইসলাস, চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মার্কেটিংএক্সিকিউটিব এরশাদ হোছাইন, মো. সাফায়েত হোছাইন ছোটন, স্থানীয় সাংবাদিক ও মান্যগণ্য ব্যক্তি রোগী’সহ প্রমূখ। চিকিৎসা-সেবা নিতে ফাইতং থেকে আসা, হোসনেরা বেগম, ফাতেমা বেগম দুইজন বলেন, টাকার অভাবে দীর্ঘ দুই/তিন বছর যাবত ডাক্তার দেখাতে পারছি না। চোখের সমস্যা, চোখ ব্যথা করে ও চোখে কম দেখেন।

আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে টাকা ছাড়াই ডাক্তার দেখিয়েছি এবং ডাক্তারদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিবো এবং ‘আমাদের মতো গরিব সামর্থ্যহীন রোগীদের জন্য এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন গরীব আমজনতার বহু পরিচিত মানবিক আরার জলিল মিয়া তার প্রতি চিরকৃতজ্ঞ।একই কথা জানিয়ে খেদারবান-সুতাবাদী এলাকার বাসিন্দা বশির আহমদ, মুবিনুল ইসলাম বলেন, ‘আমার গাইনি সমস্যা, কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য নেই, আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ডাক্তার দেখিয়েছি৷ প্রাথমিকভাবে আমার কি সমস্যা তা জানতে পেরেছি, প্রাথমিক সমস্যা নির্ণয় হওয়ায় ভবিষ্যতে কি চিকিৎসা নেওয়া দরকার সে বিষয়ে আমাকে দিক-নির্দেশনা পেয়েছি সংশ্লিষ্ট ডাক্তারদের কাজ থেকে এভারগ্রীন হাসপাতাল ও আয়োজকদের শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানায়।অনুষ্ঠানে বক্তব্যে আবদুল জলিল কোম্পানি বলেন, ফাইতং দুর্গম এলাকায় প্রতি বছরের ন্যায় এই বছরও বাড়িতে ফ্রী মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা চালু করেছি। সম্পূর্ণ ফ্রী চিকিৎসা ক্যাম্পে অসুস্থ নারী ও পুরুষ সবাই চিকিৎসা সেবা চালু করি।

হাসপাতালের এমডি সাইদুল হক চৌধুরী বলেন, চকরিয়া জিদ্দা বাজার এভারগ্রীন হাসপাতাল মধ্যে চকরিয়া একমাত্র উন্নত মানের চিকিৎসা সেবায় এই ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাধারণ রোগ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সমস্যার প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ৪০০ থেকে ৫০০ অসহায় ও দরিদ্র মানুষ এখানে সেবা পাবেন।

এলাকায় চিকিৎসা সেবার পর্যাপ্ত সুযোগ না থাকায় অসংখ্য মানুষ চিকিৎসাবঞ্চিত হয়ে থাকে। আবদুল জলিল কোম্পানি মাধ্যমে এই ক্যাম্প উদ্বোধন কর্মসূচি হাতে নিয়েছি এ’ই সেবা তাদের জন্য আশার আলো ছড়াবে বলে আমরা মনে করি। এভারগ্রীন হাসপাতাল থেকে সেবা দিতে আশা ডাক্তারা বলেন, ‘আমরা যখন শুনেছি পাহাড়ে এলাকায় যে সামর্থ্যহীন রোগীদের রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দিতে হবে এবং আয়োজকরা তাদের ভালো সেবা দিবেন, তাই আমরাও হাসপাতাল পক্ষ থেকে স্বেচ্ছায় সেবাপ্রদান করেছি।হাসপাতাল পক্ষ থেকে দূর্গম এলাকায় এরকম একটি আয়োজন সত্যি ব্যতিক্রম এবং এখানে এসে মানুষের সেবা দিতে পেরে খুব ভালো লেগেছে।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
পরবর্তী নিবন্ধযাত্রী সেজে উঠে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেয়ায় চালককে খুন