দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় লামা উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে সাধারণ সদস্য পদে দুই সহোদরসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সময়ে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ও বৈধ ঘোষণা করেন।
সূত্র জানায়, গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে লামা উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়। এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই ব্যক্তি দুজনের মনোনয়নপত্রে সমর্থনকারী হওয়ায় দুই সহোদর আবু বকর ও মো. আলীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া বয়স কম হওয়ায় ফাইতং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উচহ্লা মার্মার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, ২ নম্বর লামা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন, ৩ নম্বর ফাাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন, ৪ নম্বর আজিজ নগর ইউনিয়নে চেয়ারম্য্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন, ৫ নম্বর সরই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন, ৬ নম্বর রুপসী পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন, ৭ নম্বর ফাইতং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়।
লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, সাধারণ সদস্য পদে ৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২২১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ রয়েছে ২৬ অক্টোবর।












