লামায় যাত্রীবাহী জিপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ছোটন শীল (২৬)। গতকাল সোমবার সকাল সোয়া ৮টায় লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন শীল আলীকদম উপজেলা সদরের সাবের মিয়া পাড়ার মৃত পরিমল শীলের ছেলে। জানা যায়, নিহত ছোটন শীল লোহাগাড়ায় কিয়াম নামের এক ক্রোকারিজ কোম্পানিতে চাকরি করতেন। সে ছুটিতে বাড়িতে এসেছিল। সোমবার সকালে লোহাগাড়া কর্মস্থলে যাওয়ার জন্য সে মোটর সাইকেল নিয়ে বের হয়। সে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী জিপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছোটন শীলর মৃত্যু হয়। লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।