লামায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লামা প্রতিনিধি | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:১৪ পূর্বাহ্ণ

লামায় কুয়ার পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে উপজেলার লামা সদর ইউনিয়নের মেউলারচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল একই এলাকার রহমত উল্লাহ্‌র মেয়ে। সূত্র জানায়, রহমত উল্লাহ বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধান কাটতে যান। এসময় তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসও তার সাথে যায়। পিতা যখন ধান কাটতে ব্যস্ত তখন শিশুটি খেলাচ্ছলে ধান ক্ষেতের পার্শ্ববর্তী একটি কুয়াতে পড়ে যায়। পরবর্তীতে শিশুটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া কলেজে বিজ্ঞান ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন হুইপ
পরবর্তী নিবন্ধসুপারি পারাকে কেন্দ্র করে হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ২