লামায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আলাউদ্দিন (৩৫)। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় আবু ছালেহের ছেলে।
জানা যায়, গত সোমবার সকালে ওই কিশোরী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর এলাকার নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এসময় আলাউদ্দিন তাকে চকরিয়ায় পৌঁছে দেয়ার কথা বলে তার মোটর সাইকেলে উঠায়। তাকে চকরিয়া না নিয়ে পার্শ্ববর্তী নিতাবানিয়া এলাকার একটি রাবার বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আলাউদ্দিন। এসময় কিশোরীর চিৎকারে বাগানের এক নারী শ্রমিক এগিয়ে এলে আলাউদ্দিন পালিয়ে যায়।
পরে সোমবার রাতে কিশোরী স্বজনদের নিয়ে লামা থানায় গিয়ে মোটরসাইকেল চালক আলাউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, কিশোরী ধর্ষণে অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।