বান্দরবানের লামা উপজেলায় সাইদা আক্তার মিলি (২৭) নামে পরিবার পরিকল্পনা বিভাগের এক উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে লামা পৌরসভার মধুঝিরি এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মিলি মধুঝিরি এলাকার আবুল কালাম ও রূপনা আক্তার দম্পতির মেয়ে। তিনি উপজেলার রপসীপাড়া ইউনিয়নের দরদরী পরিবার কল্যাণ কেন্দ্রের উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঘরে একা থাকাকালীন গলায় ফাঁস লাগিয়ে মিলি আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের সদস্যদের। পারিবারিক জটিলতায় মিলি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে হাসপাতালে নেয়ার আগেই মিলির মৃত্যু হয় বলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান। এদিকে, গত ১০ মার্চ একই পদে কর্মরত সাবরিনা তারান্নুম মেঘলা (২৬) নামে মিলির অপর এক সহকর্মীও আত্মহত্যা করে বলে জানা যায়। দুই মাস না যেতে একই অফিসের দুই নারীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সন্দেহ দানা বেঁধেছে স্থানীয়দের মাঝে। এ ঘটনা রহস্যজনক উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার দাবিও করেছেন স্থানীয়রা।
লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানোর কথা জানিয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।