লামার সেনা সদস্য আকাশ ঢাকায় গাড়ি চাপায় নিহত

লামা প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ৬:৩৭ অপরাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. খোরশেদ আলমের ছেলে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকায় কর্মরত নুর মোহাম্মদ আকাশ গাড়ি চাপায় নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ০৯ টায় সিওডি ঢাকাতে কর্তব্যরত অবস্থায় গাড়িতে জ্বালানি তেল ভর্তির সময় অসাবধানতাবশত গাড়ি ব্রেকফেল করে ধাক্কা খেয়ে তিনি গুরুত্বর আহত হন। পরে সঙ্গীয় সদস্যরা দ্রুত উদ্ধার করে তাকে সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নুর মোহাম্মদ আকাশকে মৃত ঘোষণা করেন।

নিহত নুর মোহাম্মদ আকাশ ২০২১ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হন।

এদিকে নুর মোহাম্মদ আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নুর মোহাম্মদ আকাশের বাবা মো. খোরশেদ আলম আজাদীকে বলেন, আমি নিজেও অসুস্থ। চলাফেরা করতে পারছিনা। এর মধ্যে ছেলেটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ বলে বার বার মূর্ছা যাচ্ছেন মোরশেদ আলম।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এই বিষয় এখনো কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে গুলি করে-গলাকেটে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার তিন ইউনিয়নে উন্নয়ন ও মানবিক সেবার একাধিক প্রতিশ্রুতি দিলেন ডাঃ রেজাউল করিম