পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার পোপা খালের অংহ্লা পাড়ায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পরে এমুচিং মার্মা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে পাড়ার লামা ও পোপা খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এমুচিং মার্মা রূপসীপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের অংথুয়াইছিং মার্মার ছেলে। রূপসীপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য শীতা রঞ্জন বড়ুয়া বলেন, শনিবার (১৩ জুলাই) বেলা ৩টার দিকে এমুচিং মার্মা তার দুই বন্ধুসহ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরে তার আত্মীয়স্বজন ও পাড়ার লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আজ সকালে তার মরদেহ খুঁজে পায়।
জানতে চাইলে এমুচিং মারমার বন্ধু থুইচি মং বলেন, আমরা শনিবার বেলা ৩টার দিকে নদীতে মাছ ধরতে যায়। ঘণ্টাখানেক পর বাড়ি ফেরার সময় এমুচিং আমাদের চলে চায়। তার পেটব্যাথা করছে বলে নদীর পাড়ে শুয়ে থাকে সে।
কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও এমুচিং বাড়ি না ফেরায় তার মা-বাবাসহ আমরা তাকে খোঁজাখুঁজি করি। পরে নদীর পাড়ে তার ব্যবহৃত জুতোগুলো পেলেও তাকে পাওয়া যায়নি।
লামা থানার ওসি মো. শামীম শেখ আজাদীকে বলেন, নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়। পরিবারের অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।