লামায় পাহাড়ে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিটস্ট্রোক একজনের মৃত্যু

লামা প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ৯:১৬ অপরাহ্ণ

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বড় মুসলিম পাড়া এলাকায় নিজের পাহাড়ে আগুন দেন পাশ্ববর্তী ফরিদ উদ্দিনের বাগানে আগুন লেগে যায় ঐ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিটস্ট্রোক করে আবুল হোসেন (৪৫) নামে এক একজন মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

ঘটনাটি সোমবার (১২ মে) বিকাল সাড়ে ৫ টায় ঘটে ছোট ভাইয়ের ছেলে মোস্তাফিজুর রহমান দেখে দাদিকে জানালে ডান পাশে হাতে আগুনে পুড়া অবস্থায় মৃত্য দেখেন। সে ফাইতং বড় মুসলিম পাড়া এলাকায় মৃত দুদু মিয়া ও ফাতেমা বেগম ছেলে। তার স্ত্রী ও দুইটি হাফেজ ছেলে একটি মেয়ে আছে।

ঘটনাস্থলে উপস্থিত ওয়ার্ড মেম্বার থোয়াইহলা মার্মা, বোনের জামাই ইউসুফ, আরিফ উল্লাহ সহ স্থানীয়রা জানান, আবুল হোসেন মৃত্যু খবর শুনে এসে দেখি মৃত অবস্থায় আছে মৃত্যু কোনো কারণ জানতে পারি না। বিষয়টি লামা থানা ফাইতং পুলিশকে অবহিত করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দৈনিক আজাদীকে বলেন, তার নিজ বাগানে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিটস্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে। তার মৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা এনাম গ্রেফতার
পরবর্তী নিবন্ধনাফনদে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ