পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাতামুহুরী নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিস্টান বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে ছাত্রী ছিলেন।
থানা পুলিশের (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান।
এ সময় তিনজন গোসল শেষে উপরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে।
ঘটনার দিন বিকাল তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ অর্পিতা সুশীলকে উদ্ধার সম্ভব হয়নি। তবে অর্পিতাকে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ।