লামায় থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:০৩ পূর্বাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে অপহৃত সাত শ্রমিককে চার লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা মুক্তি দিয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)।

অপর দুজনের নাম জানা যায়নি। গত শনিবার (০১ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল।

সাত শ্রমিক অপহরণ থেকে ছাড়া পাওয়া বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সরই এলাকার এক কাঠ ব্যবসায়ী জানান, সন্ত্রাসীরা সাত শ্রমিকের ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও ৪ লাখ টাকায় মুক্তিপণে ছাড়া পেয়েছে।

লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগানের মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।

গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৯ ঘণ্টা পর ৭ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আ.লীগ নেতা ছালামত আলী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকবাজার আ.লীগ নেতা ক্যাসিনো মিন্টু গ্রেপ্তার