মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছেন ডা. আল্লামা মিশকাতুন নূর মাইজভাণ্ডারী
ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছুল আযম মাইজভাণ্ডারী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর (ক:) ৮৯ তম বার্ষিক ওরশ গত শনিবার মহাসমারোহে দরবারে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে খতমে কুরআন, বাজামাত সালাত, মিলাদ, ওয়াজ মাহফিল, তাবারুক বিতরণ করা হয়। আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহ, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তি কামনা ও দেশের সার্বিক মঙ্গলের জন্য দোয়া করেন আওলাদে রসুল (দ:) আওলাদে গাউছুল আযম মাইজভাণ্ডারী (ক:) ডা আল্লামা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী (ম:)। প্রেস বিজ্ঞপ্তি।