লামায় গলায় ফাঁস দিয়ে বিয়ের কয়েক মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা

লামা প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৬ অপরাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতংয়ে গলায় ফাঁস লাগিয়ে মোহাম্মদ আলী বাড়িতে মায়মুনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া এ ঘটনা ঘটে। মায়মুনা নয়াপাড়ার মোহাম্মদ আলী ছেলে মো. নুরুল আমিনের স্ত্রী।

ঘটনাস্থলে থাকা ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে।

লামা থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। রাতে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেস্টুরেন্টের ফ্রিজে ফাঙ্গাস ধরা মাংস, রং ও কেমিক্যাল মিশিয়ে ভাজা হচ্ছিল চিকেন
পরবর্তী নিবন্ধচকরিয়ার দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়ের