লামায় ইউনিয়ন পর্যায়ে গবাদি পশুর টিকাদান কর্মসূচি শুরু

লামা প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:২১ অপরাহ্ণ

অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম সহনশীল জীবিকার জন্য সহয়তা প্রকল্প বিনামূল্যে ইউনিয়ন পর্যায়ে গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচি শুরু করা হয়েছে।

পার্বত্য জেলার বান্দরবানের লামা ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড সুতাবাদী এলাকায় লামা গ্রাউস গ্রাম উন্নয়ন সংগঠন উদ্যোগে ও সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন পক্ষ থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকায় টিকা দেন। টিকা গ্রহণ গবাদিপশু মালিকদের সাথে সচেতনতা ও নির্দেশনামূলক পরামর্শ দেন।

লামা অর্গানাইজার বাপ্পী চক্তবতী, লামা প্রাণীসম্পদ উপসহকারী চিকিৎসক উসুই থোয়াই মার্মা, ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), সাংবাদিক মো. ইসমাইলুল করিম, সহকারী পগু চিকিৎসক মোর্শেদুল আলম গবাদিপশু মালিকরা স্থানীয়মান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।

অর্গানাইজার বাপ্পী চক্তবতী নির্দেশনা বক্তব্য বলেন, টিকার তালিকা জানার আগে আমাদের এর সঠিক প্রয়োগ সম্পর্কে জানতে হবে। টিকার সঠিক ব্যবহারের জন্য যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। ভ্যাকসিন সংরক্ষণের সময় এর যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ ঠান্ডা স্থানে ভ্যাকসিনের গুনগত মান যথাযথ ভাবে বজায় থাকে হবে। ভ্যাকসিনের শিশি বা ভায়াল কখনোই সরাসরি সূর্যালোকের সংস্পর্শে রাখা যাবে না। কারণ সূর্যালোকের সংস্পর্শে আসলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এর গুণগত মান নষ্ট হতে পারে এবং তা পশুর শরীরে প্রবেশ করালে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। লামা প্রাণীসম্পদ উপসহকারী চিকিৎসক উসুই থোয়াই মার্মা বলেন, আপনাদের গবাদিপশুকে বিভিন্ন রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই টিকা দিতে হবে। সময়মত টিকা না দিলে গবাদিপশুর মালিক বা খামারির বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। তাই নির্দিষ্ট সময় পরপর নিয়ম মেনে গবাদি পশু পাখিকে টিকা দিতে হবে। সরকারি এই সেবার মাধ্যমে গবাদিপশুকে নিয়মিত টিকা দেয়া হয়। গবাদি পশু পাখি রোগ বালায় মুক্ত থাকে। কম খরচে টিকা দেওয়া যায়।সুস্থ নীরোগ পশু পাওয়া যায়। ইউপি সদস্য জুবাইর বলেন, টিকা কর্মসূচি মধ্যে টিকা নিলে সুস্থ পশু বিক্রয় করলে বাজারে ভালো দাম পাওয়া যায়। মালিক বা খামারি লাভবান হয়।আমাদের ইউনিয়ন ও গ্রামে এসে টিকা কর্মসূচি মধ্যে কোনো সমস্যা কারনে টিকা দিতে না পারলে। টিকা দেয়ার জন্য খামারি বা পশুর মালিক তার পশুকে লামা উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাবেন। সেবা পাওয়ার জন্য নিবন্ধন করবেন এবং প্রয়োজনীয় ফি দিবেন। এরপর উপজেলা ভেটেরিনারি সার্জন পরীক্ষা করে প্রয়োজনীয় টিকা দিবেন। অথবা মাঠ-কর্মীরা গবাদি পশু পাখিকে টিকা দেয়ার জন্য নির্দিষ্ট দিনে গ্রাম বা ইউনিয়নে আসলে টিকা দিয়ে নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা
পরবর্তী নিবন্ধলামায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন