লামায় অস্ত্রের মুখে ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী মুরুং ঝিরি এলাকা থেকে ২৫ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযানে নেমেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকায় কয়েকটি রাবার বাগানে পাহাড়ের অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা হানা দেয়। এসময় চারটি রাবার বাগান থেকে অস্ত্রেরমুখে ২৫ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে যৌথ বাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, শনিবার গভীর রাতে কয়েকটি রাবার বাগান থেকে ২৫ জন শ্রমিককে অপহরণ করা হয়েছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় খবরটি পেতে দেরি হয়েছে। অপহৃতের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, শ্রমিকদের শনিবার রাতে অপহরণ করা হলেও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় ঘটনাটি রোববার দুপুরে শুনেছি। দেরিতে খবর পাওয়ায় অপহৃতদের উদ্ধারে অভিযানও বিলম্বে শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউপি থেকে দুই দফায় ১৪ জন শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধউল্টো পথে এসে কংক্রিট মিক্সারবাহী গাড়ি নষ্ট
পরবর্তী নিবন্ধঘাতক দালাল নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা