প্রযোজক, পরিচালক ও পরিবেশক আজিজুর রহমান বুলি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। আজিজুর রহমান বুলির বয়স হয়েছিল ৭৫ বছর। কয়েক দশকের ক্যারিয়ারে ৫০টির মতো সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন বুলি। ১৯৭১ সালে ‘নাচের পুতুল’ সিনেমার মধ্য দিয়ে প্রযোজনায় আসেন আজিজুর রহমান বুলি। নির্মাতা অশোক ঘোষের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেন রাজ্জাক, শবনমসহ বেশ কয়েকজন তারকা শিল্পী। আশির দশকে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে পরিচালনায় নাম লেখান তিনি। এ সিনেমায় অভিনয় করেন বুলবুল, শাবানা ও ইলিয়াস কাঞ্চন। পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘লাভ ইন সিঙ্গাপুর’। ‘লাভ ইন সিঙ্গাপুর’ হলো আজিজুর রহমান বুলির সেই মাইলফলক চলচ্চিত্র যা ছিল বাংলাদেশের সর্বপ্রথম বিদেশে চিত্রায়িত। ববিতার ক্যারিয়ারে ‘লাভ ইন সিঙ্গাপুর’ আজও স্মরণীয় হয়ে আছে, সেই চলচ্চিত্রের ‘ওগো সিঙ্গাপুরী ম্যাম, তুমি করবা নাকি প্রেম’ গানটি ছিল মানুষের মুখে মুখে। অন্য ছবির মধ্যে রয়েছে-
‘শেষ উত্তর’, ‘নেপালি মেয়ে’, ‘দেশ-বিদেশ’, ‘বাপের বেটা’, ‘শ্বশুরবাড়ি’, ‘আজকের শয়তান’, ‘লালু সর্দার’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘ডান্ডা মেরে ঠাণ্ডা’, ‘রাজা রানী বাদশা’ ইত্যাদি।
আজিজুর রহমান বুলির সিনেমায় রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন ছাড়াও সোহেল রানা, জসীম, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতার মতো তারকারা অভিনয় করেছেন। দেশের বাইরের শিল্পীদের মধ্যে শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকসহ আরও অনেকে কাজ করেছেন তাঁর সিনেমায়। তাঁর বেশ কয়েকটি সিনেমা দেশের বাইরে চিত্রায়িত হয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি চিত্রনায়ক মাহমুদ কলির বড় ভাই। তারুণ্যে চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের কয়েক বছরের মাথায় বিচ্ছেদ ঘটে তাঁদের। তারপর আর বিয়ে করেননি বুলি। তাঁর জন্ম ঢাকায়, ১৯৪৭ সালের ১ জুলাই।
এদিকে গতকাল সোমবার বেলা ১১টায় উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম-সচিব অপূর্ব রানা।