লাভরভের সঙ্গে ঋষি সুনাকের বাহাস!

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

জি-২০ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত রাতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মুখোমুখি হয়েছিলেন। এসময় ঋষি ইউক্রেন থেকে রাশিয়াকে সরে যাওয়ার পাশাপাশি বর্বরোচিত এই যুদ্ধ শেষ করতে বলেন। মুখোমুখি বাহাসের এক পর্যায়ে সুনাক বলেন, পুতিনের শাসন রাশিয়াকে নির্বাসিত বা বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, প্রতিবেশী দেশের ওপর হামলা, বেসামরিকদের হত্যা, পারমাণবিক যুদ্ধের হুমকি যেকোনো দেশের জন্যই অপ্রীতিকর। যুক্তরাজ্য ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে। খবর বাংলানিউজের।
পাল্টা জবাবে লাভরভ পশ্চিমাদেরই ইউক্রেনে হাইব্রিড যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য দায়ী করেন। একইসঙ্গে কিয়েভের দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নেননি। তার পরিবর্তে অংশ নিয়েছেন বর্ষীয়ান কূটনীতিক লাভরভ।

পূর্ববর্তী নিবন্ধসম্পদের সিংহভাগ দান করে দিতে চান জেফ বেজোস
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.১২ কোটি টাকা