লাঠির এক আঘাতেই ট্রলার মাঝির মৃত্যু

জমি নিয়ে বিরোধ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল গফুর (৪৫) নামের এক ট্রলার মাঝিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ পেঁচার ঘোনায় এই ঘটনা ঘটে। নিহত ট্রলার মাঝি আব্দুল গফুর ওই এলাকার পেঠান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলার মাঝি আবদুল গফুরের সাথে প্রতিবেশী নুর মোহাম্মদের জমি নিয়ে বিরোধ ছিল। আবদুল গফুরের ভিটেবাড়িতে চলাচলের রাস্তা না থাকায় নুর মোহাম্মদের জমির আইল দিলে চলাচল করতে হতো তাকে। এজন্য নুর মোহাম্মদ বার বার আপত্তি করে আসছিল। বারণ না শুনে চলাচল করায় গতকাল সকালে আবদুল গফুরের ওপর হামলা চালায় নুর মোহাম্মদ। এতে নুর মোহাম্মদের লাঠির এক আঘাতেই আবদুল গফুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আবদুল গফুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিমউদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে লাঠি নিয়ে আবদুল গফুরের মাথায় সজোরে আঘাত করে প্রতিবেশী নুর মোহাম্মদ। এতে আবদুল গফুরের মৃত্যু হলে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এই ঘটনায় এখনও কেউ মামলা করেনি। বাড়িঘর ছেড়ে সপরিবারে পলাতক রয়েছে নুর মোহাম্মদ।
খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানান, নিহত আবদুল গফুর স্থানীয় আমির হোসেন বহদ্দারের মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন। গতকাল সকালে তিনি জেলেদের নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী নুর মোহাম্মদের হামলার শিকার হন। মাত্র এক লাঠির আঘাতেই আবদুল গফুরের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে বিরক্তিকর অ্যাপ তামাশা বন্ধ করা হোক
পরবর্তী নিবন্ধচা শ্রমিকের আকুতি