লাঠিপেটায় সমাধানের সুযোগ নেই : কোটা আন্দোলন নিয়ে খসরু

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগের পিটুনির নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার বিকালে যুগপৎ আন্দোলনে শরিক গণঅধিকার পরিষদের একাংশের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ‘সকলে কিন্তু আজকে একটা ন্যায়সঙ্গত সমাধান খোঁজার অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি ‘মিথ্যা মামলা’ দেন তাহলে তো সমাধান পাওয়ার সুযোগ নেই।’ খবর বিডিনিউজের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘কোটা আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগের যে হামলা, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি।’

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সরাসরি কিছু না বলে তিনি বলেন, ‘দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না। আজকে তাদের প্রতিবাদ তো গোষ্ঠীর বিরুদ্ধেদেশ তো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য।’

রাজাকার রাজাকার’ শ্লোগানের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘ওরা (আন্দোলনকারীরা) বলছে, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’। আপনি যখন অধিকার চাইবেন, কেউ কেউ বলে ষড়যন্ত্র করছে, কেউ কেউ বলে বিএনপি উসকানি দিচ্ছে, কেউ কেউ বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, কেউ কেউ বলে রাজাকার। এ সমস্ত কথা বলে, এগুলোকে ‘মূলধন করে’ অনেকদিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর ‘মূলধন’ করার সুযোগ নাই। নতুন প্রজন্মের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা কিছু নাই। এসবকে মূলধন করে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ কারো নেই। নতুন প্রজন্ম সেই বক্তব্যটাই দিচ্ছে, সেজন্য তারা আন্দোলন করছে।’ ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ এই স্লোগান শিক্ষার্থীরা দেয়নি দাবি করে আমীর খসরু দাবি করেন, এই স্লোগানের শেষে তারা বলেছে, ‘কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। রাজাকার রাজাকার পর্যন্ত বলে অর্ধেক স্লোগান দিলে হবে না, শ্লোগানটা পুরোটা বলতে হবে। পুরো স্লোগানটা যদি মাথায় রেখে আমার মনে হয় কেউ কোনো সমস্যা দেখতে পারছে না। আরো স্লোগান আছে আমি সেটা এখানে বলতে চাচ্ছি না।’

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে সংঘর্ষ, আহত তিনশ
পরবর্তী নিবন্ধফেইসবুকে শিক্ষামন্ত্রী নওফেলের ক্ষোভ