লাঞ্চ বিরতির পর খেলা শুরু হতেই সাফল্য পেল বাংলাদেশ। বিরাট কোহলিকে ফেরালেন তাসকিন আহমেদ। এ পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভারতীয় ব্যাটার। ৯৪ রানে চতুর্থ উইকেট হারালেও রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের জুটিতে লিডের পথে রয়েছে সফরকারীরা।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজের করে নেন তাইজুল ইসলাম। টানা দুই ওভারে উইকেট তোলার পর পান তৃতীয় সাফল্য। তুলে নেন চেতেশ্বর পূজারার উইকেট।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে কোহলি সাজঘরে ফিরলেও পঞ্চম উইকেট জুটিতে এগোচ্ছে ভারত। ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৭০ রান। ফিফটি পেরিয়ে পান্ত ৫৯ রানে ব্যাট করছেন। আয়ার অপরাজিত ২৯ রানে।
২৪ রান করে সাজঘরে ফেরেন কোহলি। সকালে লোকেশ রাহুলের পর এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান তাইজুল।
বিরাট কোহলির সঙ্গে পূজারার জমে যাওয়া জুটি ভাঙেন শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচে। ভারতের সংগ্রহ তখন ৭২ রান। ৫৫ বলে দুটি চারে ২৪ রান করেন পূজারা।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে আগের দিন কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তোলে ভারত। ৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক রাহুল দুই অঙ্ক ছুঁয়ে (১০) আউট হন। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতেই মেলে প্রথম সাফল্য।
২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। পরে আবারও আঘাত হানেন তাইজুল। অপর ওপেনার শুভমনকেও করেন এলবিডব্লিউ। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান আউট হন ২০ রান করে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।












