লাঙ্গল এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক: জাপা প্রার্থী আবু তাহের

৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ

| বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ৮:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা সংসদীয় আসনের জাতীয় পার্টি সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আবু তাহের আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দিনব্যাপী ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে গণসংযোগ করেন।

তিনি দুপরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের নিউমুরিং আবাসিক, মুনির নগর, চোচালা, আনন্দ বাজার, বাকের আলী ফকিরের টেক, কলসী দীঘির পাড, গাজী ওমর শাহ ( রহঃ) মাজার এলাকায় গণসংযোগকালে স্থানীয় জনগণের সাখে শুভেচ্ছ বিনিময় করেন এবং তাঁর জন্য দোয়া চান।

এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব আবু তাহের বলেন, লাঙ্গল এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল এদেশের মানুষ কখনো ভুলতে পারবেনা। জাতীয় পার্টির হাতেই এদেশের মানুষ নিরাপদ।
এলাকার সমস্যা নিরসনের কথা উল্লেখ করে তিনি বলেন, নগরীর হালিশহর ৩৭ নম্বর মুনির নগর ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। বিশাল জনগোষ্ঠীর এই ওয়ার্ডে অনেক সমস্যা বিদ্ধমান। আপনাদের দোয়ায় জনসেবার সুযোগ পেলে এই ওয়ার্ডের সুপেয় পানি, জলাবদ্ধতা, যানজট নিরসনে কাজ করবো। এলাকার তরুণদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন সিদ্দিকী, ফজলে আজিম দুলাল, কে এম আবছার উদ্দিন রনি, উওর জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এম শফিউল আজম চৌধুরী লিটন, নগর জা-পা নেতা ইপিজেড থানার সভাপতি জহুর উদ্দিন জহির বন্দর থানার আহবায়ক জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, নগর যুব নেতা কায়সার হামিদ মুন্না, শ্রমিক নেতা এনামুল হক রাশেদ, মোহাম্মদ মামুন, ছাত্রনেতা শরিফুল মোল্লা নিরব, ডবলমুরিং থানা সদস্য সচিব, আরমান মিয়া, যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, হালিশহর থানা সদস্য সচিব শাহাবুদ্দিন, সদরঘাট থানার সাধারণ সম্পাদক, সাইফুদ্দিন, ৩৭ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খাঁন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরুয়েট, কুয়েট, চুয়েট পেরিয়ে এবার বুয়েট জয় রাঙ্গুনিয়ার শাহীনের
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল ও আইফোন কেনার জন্য অপহরণ নাটক